আশাশুনির কামালকাটীতে বিকল্প ব্রিজের উদ্বোধন
Iআহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলাঃ প্রতিনিধিঃ আশাশুনির কামালকাটি,শালখালি বাজার সংলগ্ন বাশদহ নদীতে বিকল্প কাঠের ব্রিজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সর্বসাধারণের চলাচলের জন্য এ ব্রিজের শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
কামালকাটি শালখালি বাজার সংলগ্ন বাশদহ নদীর উপর ব্রিজটি বিগত কয়েক মাস পূর্বে ভেঙে যাওয়ায় শোভনালী ইউনিয়নের বদরতলা সহ পার্শ্ববর্তী এলাকা এবং দেবহাটা উপজেলার সাথে আশাশুনি উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ সময় সাধারণ মানুষকে নানারকম দুর্ভোগ পোহাতে হতো। সাধারণ মানুষের কথা ভেবে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সার্বিক সহযোগিতায় এবং শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেনের তত্ত্বাবধানে বিকল্প কাঠের ব্রিজের ব্যবস্থা করা হয়। এই বিকল্প কাঠের ব্রিজ নির্মাণের ফলে মানুষ ও যানবাহন চলাচলে আর কোন বাধা রইলো না। বিকল্প ব্রিজটি নির্মিত হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন কে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, উদয় কান্তি বাছাড়, আলমগীর হোসেন, ফারুক হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।