সরাইলে হলুদ সাঁজে সেঁজেছে সরিষার মাঠ: অধিক লাভের আশায় কৃষক
ফয়সাল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া (জেলা) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এ ফলনে কৃষকের চোখে মুখে আনন্দের আভা ফুঁটে উঠেছে। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মৌমাছিদের গুনগুন শব্দে এখন মুখরিত সরিষার মাঠগুলো। মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে।
বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে। এবারে সরিষার ভাল ফলনের সম্ভাবনা দেখা দেয়ায় উপজেলার কৃষকরা ভাল দামের আসায় বুক বাঁধছেন। সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফত সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে ৬’শ ১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
চাষিরা বলছেন,সরিষার ক্ষেত দেখে খুশি হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে বর্তমান বাজার দর থাকলে তাদের কোন সমস্যা হবেনা বলে জানান তারা। তবে কোনো কারণে দাম কম হলে সরিষা চাষ করতে যে খরচ হয়েছে তা মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকবে না বলেও মনে করছেন তারা।
সরিষা চাষী শাহআলম মিয়া জানান, আবহাওয়া অনুক‚লে থাকায় এবার ফলন ভালো হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। ভাল ফলনের পাশাপাশি দাম ভাল পেলে অনেকেই সরিষা চাষের দিকে ঝুঁকবে বলেও তারা মনে করছেন।
ভূইঁশ্বর গ্রামের কৃষক মনির মিয়া জানান, তিনি দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে কোনো সমস্যা দেখা যায়নি। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবেন।
এলাকার আনোয়ার হোসেন জানান, এবার ২ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। সরিষার গাছও ভালো হয়েছে। গাছে প্রচুর পরিমানে ফুল ধরায় ফলন হবে। গত বছরের চেয়ে এ বছর ফলন ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন তিনি। এছাড়াও সরিষা চাষি গ্রামের হোসেন আহমেদ জানান,অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম। ফলে লাভ বেশি হয়।
সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার মিয়া বলেন, সরকারের কৃষি প্রণোদনার কারণে এবার সরিষার উৎপাদন অনেক বেশী হবে বলে আশা করি। এ মৌসুমে বৃষ্টি না হলে এ উপজেলায় বিভিন্ন জাতের সরিষা বাম্পার ফলন হবে বলে জানান।
তিনি আরো জানান, সরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য তারা নানান দিক নিয়ে তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া ভাল থাকার কারণে সরিষা ক্ষেত খুব ভাল দেখা যাচ্ছে ফলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। উৎপাদন খরচ তুলনামূলক কম ও দাম ভালো পাওয়ায় সরিষা চাষে কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে।