জানুয়ারি সিরাজগঞ্জের ৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে – নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ সিরাজগঞ্জ সদর সহ বেলকুচি, উল্লাপাড়া, রায়গঞ্জ ও কাজিপুর উপজেলাধীন পৌরসভাগুলোতে শনিবার ১৬ জানুয়ারি-২০২১ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় সকল প্রক্রিয়াই সম্পন্ন করতে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ সুচারুপে কার্যকলাপ ব্যস্ততার সঙ্গে পালন করছে।
এ নির্বাচনগুলো সুষ্ঠু নিয়ম শৃঙ্খলা ও নির্বাচনী নীতিমালা অনুসরণ করে সুুুুম্পন্ন হবে বলে জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান জানান ।
ইতিমধ্যে ৫ টি নির্বাচনী পৌরএলাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি ও আনুসাঙ্গিক সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। এবং নিরাপত্তা জোরদারে পুলিশ ও আনসার- ভিডিপির কর্মকর্তা ও সদস্যদের যথাযথ নিয়োগদানে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দান সম্পন্ন করেছে।
সিরাজগঞ্জ জেলার উপরে উল্লেখিত ৫ টি -২০২১ সালের পৌর নির্বাচনে মোট মেয়রপ্রার্থীর সংখ্যা ১৫ জন। এর মধ্যে সিরাজগঞ্জ সদর পৌরসভায় মেয়রপ্রার্থী ৩ জন, কাজিপুর পৌরসভায় ১ জন, রায়গঞ্জ পৌরসভায় ৪ জন, উল্লাপাড়া পৌরসভায় ৪ জন, বেলকুচি পৌরসভায় ৩ জন প্রার্থী রয়েছেন। সাধারণ আসনের কাউন্সিলরপ্রার্থী মোট ২২০ জন এর মধ্যে সিরাজগঞ্জ পৌরসভায় ৮৬ জন, কাজিপুর ২৫ জন, রায়গঞ্জ-৩০ , উল্লাপাড়ায় ৪০জন, বেলকুুচি ৩৯ জন ।
সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর মোট -৮২ জন এর মধ্যে সিরাজগঞ্জ পৌরসভায় -২৯ জন, কাজিপুর পৌরসভায় ১০ জন, রায়গঞ্জ পৌরসভায় ১১ জন, উল্লাপাড়া পৌরসভায় ১৬ জন, বেলকুুচি পৌরসভায় ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। পাঁচটি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৩ জন, মোট পুরুষ ভোটার সংখ্যা-১ লাখ ১১ হাজার ৫ শত ৪৪ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪ শত ৯৯ জন। এর মধ্যে সিরাজগঞ্জ পৌরসভায় মোট পুরুষ ভোটার সংখ্যা ৫৫ হাজার ৯শত ২৮ জন, মহিলা ভোটার সংখ্যার ৭৭ হাজার ৯ শত ৯৮ জন, কাজিপুরে মোট পুরুষ ভোটার সংখ্যা ৫ হাজার ৩ শত ৮৭ জন, মহিলা ভোটার সংখ্যা ৫ হাজার ৯ শত ৯৪ জন, রায়গঞ্জ মোট পুরুষ ভোটার সংখ্যা ৫ হাজার ৭ শত ৬২ জন, মোট মহিলা ভোটার সংখ্যা ৬ হাজার, ১ শত ৫ জন, উল্লাপাড়া পৌরসভায় মোট পুরুষ ভোটার ১৭ হাজার ১ শত ৪৯ জন, মোট মহিলা ভোটার সংখ্যা ১৭ হাজার ৩ শত ৫৪ জন, বেলকুুচি পৌরসভায় মোট পুরুষ ভোটার সংখ্যা ২৭ হাজার ৩ শত ১৮ জন, মোট মহিলা ভোটার সংখ্যা ২৬ হাজার ৪৮ জন। মোট ভোট- ১২০ টি, সিরাজগঞ্জ পৌরসভায় ৫৭, কাজিপুর পৌরসভায়- ১০ টি, রায়গঞ্জ পৌরসভায় ১০ টি, উল্লাপাড়া পৌরসভায় ১৭ টি, বেলকুচি পৌরসভায় ২৬ টি কেন্দ্র রয়েছে বলে জেলা নির্বাচন অফিস হতে জানা গেছে। নির্বাচন এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রে কেন্দ্রে আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে ভোট প্রয়োগে পৌরমেয়র ও কাউন্সিলর নির্বাচন করবে বলে সকলের প্রত্যাশা।