কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ড
আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি বসতবাড়ী ও প্রায় ২লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারী) রাত আনুমানিক ১০ টার সময় উপজেলার পাথরডুবি ইউনিয়ন এর মইদাম গ্রামের, মইদাম বাজার থেকে পাগলারহাট গামী ( মধ্যপাড়া) সড়কের পাশে অগ্নি কান্ডের এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে বাড়ির মালিক তাজম আলি মৃত হোসেন আলির পুত্র। অগ্নিকান্ডে তার বসতবাড়ির ৩টি ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। সাথে নগদ টাকা ও ৩ টি গরু পুরে যায়।
পাশের বারির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে আত্ম চিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মূহর্তেই আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে আসে। প্রায় ১ ঘন্টা অব্যাহত চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
তাজম আলি দৈনিক নবোদয় কে বলেন,
তার ৩টি টিনের ঘর দরজা-জানালাসহ অন্যান্য জিনিস পত্র পুড়ে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া দৈনিক নবোদয় কে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার কারণ জানাযায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে।