ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামে প্রথম ডিজিটাল-অত্যাধুনিক মানসম্মত এশিয়ান স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 11:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম : চট্টগ্রামে সর্বপ্রথম ডিজিটাল এবং আধুনিক মানসম্মত হাসপাতাল এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টারের নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) ১৫ জানুয়ারি শুক্রবার সকালে নগরীর প্রাণকেন্দ্র জিইসি মোড়স্থ হাসপাতাল ভবনে উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ ফজলে রাব্বী। এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টারের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন’র সভাপতিত্বে ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলীর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. মারুপ, ডা. সাইফুল ইসলাম, ডাইরেক্টর মোঃ এরশাদ হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ মহব্বত আলী, জুমু প্রভা নন্দী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন বলেন, আধুনিক সমাজ বিনির্মানে স্বাস্থ্য সেবা খাতের অবদান অনস্বীকার্য এবং এক্ষেত্রে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টার নগরীর স্বর্বস্তরের মানুষের কাছে একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টারের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আমরা আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা প্রদানে সক্ষম। এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টার এই প্রতিষ্ঠানটি পথচলার শুরু হইতে অদ্যবদি স্বল্প খরচে সুনাম ও সফলতার সহিত সেবা পরিচালনা করে আসছে। আমাদের হসপিটাল ২০ বেড বিশিষ্ট, ৪০জন কর্মকর্তা কর্মচারী নিয়ে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসইউ) কার্যক্রম শুরু করেছি।

ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সালাউদ্দীন আলী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে, অভিজ্ঞ চিকিৎসক, নার্স, দ্বারা রোগীদেরকে সবোর্ত্তম সেবা প্রদানসহ সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল মেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে শতভাগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা।