নির্বাচিত প্রতিনিধিদের হত্যা করা ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্য ছিল
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থক ও কট্টর ডানপন্থীদের ৬ জানুয়ারির হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।
আদালতে দেওয়া নথিতে ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ক্যাপিটল ভবন দখলে নেওয়া এবং নির্বাচিত কর্মকর্তাদের ওপর গুপ্তহত্যা চালানো।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অ্যারিজোনার বিচার বিভাগের আইনজীবীদের লেখা নথিতে দাঙ্গাকারী জ্যাকব চ্যান্সলিকে এফবিআইর জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের উদ্দেশ্য ছিল ক্যাপিটল হিল দখলে নিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যা করা। ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া ক্যাপিটল হিলে বিদ্রোহে উসকানির দায়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয়েছে। বিদ্রোহে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ভূমিকাও তদন্ত করছেন প্রসিকিউটররা।