বাড়ি যাওয়া হল না খাদিজা বেগমের
মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় খাদিজা বেগম (৪০)নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে উপজেলার বাহাগিলী ইউনিয়নের জুম্মা পাড়ার অদুরে বিএম কলেজের সামনে। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী হুরকা পাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাদিজা বেগম তারাগঞ্জ থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বিএম কলেজের সামনে ইট বোঝাই ট্রলি,ভ্যানটির পিছনে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ট্রলির ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।