ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে বিজয় দিবস পালিত
মেছবাহুল আলম, ভুরুঙ্গামারী প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অপরদিকে উপজেলা প্রশাসনের অয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৬ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও ১৫ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ আরও ৫শ’ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।