কবিতা ” অস্তিত্বের স্বাদ
রাজলক্ষ্মী মৌসুমীউদ্বেলিত হয়ে প্রহর গুণি নিশিদিন,
তবুও ক্ষণে ক্ষণে স্মৃতিভ্রমে তাল বেতাল প্রায় প্রতিদিন।
তাইতো ভুলে ভুলে ভার বইতে হয় অহর্নিশ।
ছলনায় রপ্ত আমি নই তো?
বিন্দু বিন্দু ভালোবাসার ঘাম ঝরিয়েছো অবিরত।
কেনো বার বার অতল ভালোবাসায় নিজের অস্তিত্বকে ঢেকে রাখো বেহিসাবের পাতায়।
কণ্টকাকীর্ণ পথে হোচট খেয়েছো আমার হৃদয় পাঁজরের আঙ্গিনায়।
স্মৃতিতে অমলিন মিশে আছো সারা অঙ্গে বেদনার নীলিমায়।
তবুও কী বিষাদের গ্লানি বয়ে বেড়াবে সারাটি জীবন।
অবুঝ, বিচলিত মনের আলিঙ্গনে নিজেকে জড়িয়ে রাখো সারাক্ষণ।
অব্যক্ত ভালোবাসায় খাদ নেইকো একটুকুও।
কী করে বুঝাই বলো ? – এ আমার ছলনা নয়, নিখাদ ভালোবাসা শুধু
তোমাতেই সমর্পিত।।
তবুও ক্ষণে ক্ষণে স্মৃতিভ্রমে তাল বেতাল প্রায় প্রতিদিন।
তাইতো ভুলে ভুলে ভার বইতে হয় অহর্নিশ।
ছলনায় রপ্ত আমি নই তো?
বিন্দু বিন্দু ভালোবাসার ঘাম ঝরিয়েছো অবিরত।
কেনো বার বার অতল ভালোবাসায় নিজের অস্তিত্বকে ঢেকে রাখো বেহিসাবের পাতায়।
কণ্টকাকীর্ণ পথে হোচট খেয়েছো আমার হৃদয় পাঁজরের আঙ্গিনায়।
স্মৃতিতে অমলিন মিশে আছো সারা অঙ্গে বেদনার নীলিমায়।
তবুও কী বিষাদের গ্লানি বয়ে বেড়াবে সারাটি জীবন।
অবুঝ, বিচলিত মনের আলিঙ্গনে নিজেকে জড়িয়ে রাখো সারাক্ষণ।
অব্যক্ত ভালোবাসায় খাদ নেইকো একটুকুও।
কী করে বুঝাই বলো ? – এ আমার ছলনা নয়, নিখাদ ভালোবাসা শুধু
তোমাতেই সমর্পিত।।