নিখোঁজ বালকের সন্ধান চাই
মোঃ লাতিফুল আজম নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নিতাই পানিয়াল পুকুর খোলা হাটি গ্রামের মোঃ মোরশেদ ইসলাম নামে একজন বালক হারিয়ে গেছে।সে সৈয়দপুর আলহেরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তার বয়স ১৭ বছর।
গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার,শরিরের গঠন হালকা-পাতলা , মাথার চুল কাল ও ছোট, পরণে ছিল নেভি ব্লুলু রংয়ের পায়জামা-পাঞ্জাবি, মাথায় ছিল সাদা রঙের টুপি। আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলতে পারেন। সে গত সোমবার ১৮/১/২০২১, তারিখে বিকেল অনুমান ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে বালকটির বাবা আঃ কাইয়ুম কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নম্বর ৮৮৫ তারিখ১৯/১/২০২১ ইং।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে এই মুঠোফোনে (01318907183) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।