ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকা কমিউনিটি হাসপাতালে প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবায় কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 7:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 144 বার

স্টাফ করেসপন্ডেন্ট ঃ সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত দরিদ্র, অনাথ ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহে ঢাকা কমিউনিটি হাসপাতালের স্কুল স্বাস্থ্য সেবা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

সাধারণ মানুষের আয়-সীমার মধ্যে একটি টেকসই, নিরাপদ এবং সংহত চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ৩ দশকের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হাসপাতালে সাধারণ চিকিৎসা প্রদান ছাড়াও চিকিৎসা শিক্ষালয় প্রতিষ্ঠা এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা কর্মসূচীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

ট্রাস্ট ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এবং প্যারামেডিক ইনস্টিটিউট স্থাপন করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়
সাধারণ মানুষের চিকিৎসা সেবার অঙ্গীকার থেকে গ্রামের গরীব জনগণের জন্য চালু করেছে গ্রামীন স্বাস্থ্য সেবা কর্মসূচী, বিভিন্ন শিল্পে
নিয়োজিত শ্রমিকদের জন্য শিল্প স্বাস্থ্য সেবা কর্মসূচী এবং দরিদ্র শিশু-কিশোরদের জন্য স্কুল স্বাস্থ্য সেবা কর্মসূচী ।

স্কুল স্বাস্থ্য কর্মসূচী সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্র ও শ্রমজীবী শিশু কিশোরদের জন্য সরকারী ও বেসরকারী উদ্যোগে পরিচালিত বিদ্যালয়সমূহে চিকিৎসা সেবা কার্যক্রম যা ২ দশকেরও বেশি সময় ধরে অব্যাহত আছে। আইন ও সালিশ কেন্দ্রের “যখন তখন
শিক্ষা” নামে পরিচালিত ৬ টি স্কুল, মহিলা সমিতি পরিচালিত শিশুদের স্কুল, সুলতান-ছফা পাঠশালা, ইউসুফ স্কুল, শিশু স্বর্গ ইত্যাদি
প্রতিষ্ঠানে এই সেবাটি দীর্ঘদিন ধরে চলে আসছে।

পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পরিচালনা করছে। দৃষ্টি , শ্রবণ ও বাক প্রতিবন্ধী
দরিদ্র শিশু-কিশোরদের জন্য পরিচালনা করছে আবাসিক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র সমূহ ।

ডিসেম্বর’২০ মাস থেকে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত ঢাকা শহরের অনাথ, উদ্বাস্তু ও প্রতিবন্ধী শিশু কিশোরদের ৭টি স্কুল ডিসিএইচ ট্রাস্টের স্কুল স্বাস্থ্য সেবা কর্মসূচীর সাথে যুক্ত হয়েছে। স্কুল গুলো হলো সরকারী শিশু পরিবার (বালক), সরকারী শিশু পরিবার (বালিকা), ছোট মনি নিবাস, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সরকারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও সরকারী আশ্রয় কেন্দ্র।

ঢাকা জেলা প্রশাসকের আগ্রহ এবং সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় ঢাকা কমিউনিটি হাসপাতাল এই কর্মসূচী শুরু করেছে।

কর্মসূচীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য তেজগাঁয়ের সরকারী শিশু পরিবার (বালিকা)-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব শহীদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনাথ অসহায় শিশুদের আমরা যদি নিজেদের সন্তান হিসাবে মনে করি তাহলে আল্লাহ্ আমাদের উপর সন্তুষ্ট হবেন। ঢাকা কমিউনিট হাসপাতাল এই অনাথ শিশুদের চিকিৎসার সেবার দায়িত্ব গ্রহণ করে সেবামুলক প্রতিষ্ঠান হিসাবে এক মহান দায়িত্ব পালন করলেন।

এজন্য তিনি ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রুকনুল হক। অতিথি হিসাবে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের
পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজনাব সুকুমার চক্রবর্তী, পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ; মো: ওয়াকার হোসেন, পরিচালক, যোগযোগ ও জন সংযোগ বিভাগ, মো: জাবেদ ইউসুফ, পরিচালক, কেন্দ্রীয় প্রশাসন ; মো: গোলাম মোস্তফা, পরিচালক, প্রকল্প ও গবেষণা বিভাগ; ডা: ওমর শরীফ ইবনে হাসান, হাসপাতাল পরিচালক, শিশু বিশেষজ্ঞ ডা: ফুয়াদুল ইসলাম, হসপিটাল সুপার ভাইজার আশিকুর রহমান স্বাধীন, আইন উপদেষ্টা এডভোকেট আব্বাছ উদ্দিন প্রমুখ।