ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যশোরের শার্শায় অভিনব কায়দায় শিশু চুরি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 7:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃযশোরের শার্শা থেকে অভিনব কায়দায় (২৫) দিন বয়সের তাসিন নামে এক শিশু সন্তান চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার(২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজের বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলের সামনে থেকে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায় এক নারী চোর।তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাসিনের বাবা আশরাফুল ইসলাম জানান, তাসিন পেটে থাকতে এক নারী তাদের বাড়ী এসে নিজেকে এনজিওর কর্মী পরিচয় দিয়ে তাদেরকে মাতৃত্ব কালীন ভাতার টাকা দেয়ার প্রলোভন দেখায়। এরপর আরো একদিন সে তাদের বাড়িতে আসে। সর্বশেষ বুধবার সকালে সে তাসিনদের বাড়ীতে টাকা দেয়ার কথা বলে তাসিনের দাদা জোহর আলী ও মা’ জান্নাতুলকে সাথে নিয়ে বাগআঁচড়ায় আসে।

এরপর তাদেরকে বাগআঁচড়া শংকরপুর রোডে রিফাত হোটেলে খাওয়াতে নিয়ে যায়।শিশুটিকে কোলে নিয়ে ওই নারী জান্নাতুলকে হাত ধোয়ার জন্য পাঠায়।জান্নাতুল হাত ধোয়ার জন্য গেলে শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যায় ওই নারী। তার গায়ে কফি কালারের বোরখা ও পেষ্ট কালারের হিজাব ও লাল কালারের ওড়না ছিলো।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনা আমি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু তাহসিনের কোনো সন্ধান মেলেনি।