ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোলার দৌলতখানে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 2:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে সারাদেশের ন্যায় বিনম্র শ্রদ্ধাই ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নানাভাবে স্বরণের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিজয়ের আনন্দে সামিল হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের আগে যথাযোগ্য মর্যাদায় ভোলার দৌলতখানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

এ লক্ষ্যে ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার দৌলতখান উপজেলাবাসী যেমন মেতেছেন বিজয়ের আনন্দে, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের। বুধবার প্রথম প্রহরেই দৌলতখানে শহীদ মিনারে মানুষের ঢল নামে।