ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাবা হারালেন অভিনেতা জয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 3:12 pm
  • পঠিত হয়েছে: 281 বার

নবোদয় প্রতিবেদক : অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৩০মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়। তিনি জানান, আজ সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাবা।

বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জানিয়ে একটি পোস্টও করেছেন জয়। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

শাহরিয়ার নাজিম জয়ের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন শোবিজে তার সহকর্মী ও বন্ধুরা।

জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।