ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দ্রঘোনা হাই স্কুলে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 3:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 176 বার

নুরুল আবছার চৌধুরী, রাংগুনীয়া প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করছে রাংগুনীয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।

আজ সকাল সাড়ে ০৯ টায় চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষে বিজয় র্যালী, বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দ ।

সংগঠনের সভাপতি ফরিদ আহমদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল কাদের, সংগঠনের সাধারণ সম্পাদক এস.এস আহসানুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

সাইদুল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুল, কাইসার, বেলাল, ইলিয়াছ, কাউছার, শওকত, মুসলীম, জাহিদ, ওবায়দুলসহ অসংখ্য সদস্য ও সম্পাদক মন্ডলীর সদস্যরা।

বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদ ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগের আলোকে দেশকে দূর্নীতি অনিয়মমুক্ত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানোর পাশাপাশি চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ও দূর্নীতির সুষ্ঠু বিচার এবং দূর্নীতি-দূর্নীতিবাজ মুক্ত বিদ্যালয় গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।