নাসিরনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর সরকারি কলেজ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় ও অফিসার ইনচার্জ(ওসি)এটিএম আরিচুল হক। সেমিনারে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক গুলো নিয়ে আলোচনা করা হয়। তাড়াছা উপজেলা প্রশাসন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রত্যেক সদস্য তথা সরকারি কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগে ও কাজ করার আহবান জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,চিকিৎসক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষক,সাংবাদিকরা অংশগ্রহন করেন।
ফয়সাল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ