ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 22, 2021 - 8:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 141 বার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে এই প্রথম দেশব্যাপী ভূমি ও গৃহহীনদের মাঝে এসব ঘর বিতরণ করা হচ্ছে।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদানের অংশ হিসেবে সাতক্ষীরায় ১ হাজার ১শ ৪৮ জন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই নতুন ঘর প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২ শতাংশ জায়গার ওপর প্রায় ৫০০ বর্গফুটের প্রতিটি ঘরে থাকবে দুটি শোবার ঘর, একটি বারান্দা, একটি বাথরুম ও একটি রান্নাঘর। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। উপরে রঙিন টিন এবং নিচে পাকা অর্থাৎ সেমি-পাকা প্রত্যেকটি ঘরের জন্য বরাদ্দ এক লাখ ৭১ হাজার টাকা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান কাজের উদ্বোধন করবেন। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় জেলার ৭টি উপজেলায় প্রথম ধাপে মোট ১ হাজার ১শ ৪৮ টি গৃহহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হচ্ছে।