উন্নয়ন ধারা বজায় রাখতে চাইলে নৌকায় ভোট দিন: রেজাউল করিম চৌধুরী
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম : ২জানুয়ারী, চট্টগ্রাম আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী , কাউন্সিলর প্রার্থী ছালেহ আহম্মদ চৌধুরী(৪১নং),আব্দুল বারেক (৪০নং)এবং ৩৯নং ওয়ার্ডের জিয়াউল হক সুমন,মহিলা কাউন্সিলর প্রার্থী মিসেস শাহানুর বেগম(গ্লাস)প্রতীকে উৎসব মুখর পরিবেশে গণসংযোগ ও পথসভা২২জানুয়ারী শুক্রবার বিকেল থেকে রাত্র অবধি সম্পন্ন হয়েছে।
পিকাপভ্যানে চড়ে বিকেলে নগরীর ৪১নং ওয়ার্ড থেকে শুরু করা গণসংযোগে সাঃ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ,জ,ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। নগর আঃলীগ সদস্য হাজী কামরুল হাসান বুলু, রোটাঃ ইলিয়াছ, হাজী হারুন উর রশিদ, কাউন্সিলর প্রার্থী ছালেহ আহম্মদ চৌধুরী,আব্দুল বারেক, জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর প্রার্থী মিসেস শাহানুর বেগম সহ তিন ওয়ার্ডের সভাপতি, সাঃসম্পাদক, নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক, সদস্য সচিব, আঃলীগ যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আঃলীগ শ্রমিকলীগের, নারী শক্তির নেতৃবৃন্দ সহ শতশত কর্মী-সমর্থক স্বক্রিয় অংশ নেন।
বিভিন্ন স্থানে পথসভায় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, চট্টগ্রামে শেখ হাসিনার উন্নয়ন ধারা বজায় রাখতে চাইলে নৌকায় ভোট দিন আর সকল অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জোর প্রতিশ্রুতি দিলাম। পতেঙ্গা-ইপিজেডে গণসংযোগ,পথসভা কালে হ্যান্ড মাইকে তিনি আবারো বলেন, মেয়র নির্বাচিত হলে কোন প্রকার হোল্ডিংট্যাক্স বাড়াবেন না।এছাড়া তিনি আবারো, বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের স্ব-স্ব অবস্থান থেকে সরে এসে দলীয় প্রার্থীদের জয়ের ব্যাপারে কাজ করতে দৃঢ় অনুরোধ করেন। গনসংযোগ-পথসভাটি ইপিজেড মোড় এসে সমাপ্ত ঘটে।