ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

সিংড়ায় ৬০ টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 11:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 137 বার

রাজু আহমেদ, নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নের ৬০ টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় নাটোরের সিংড়ায় নিজ নির্বাচনী এলাকার সুবিধাভোগী ৬০ টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে একক গৃহ প্রদান করা হয়। শনিবার গণভবন থেকে সারাদেশে একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।