ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গাইবান্ধাই ফের বেড়েছে শীত, স্থবির হয়ে পড়েছে জনজীবন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 11:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

সাকিব হাসান চৌধুরী, গাইবান্ধা জেলা প্রতিনিধি : শৈত্য প্রবাহ ও দিনভর কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা না যাওয়ায় গাইবান্ধার সর্বত্র তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

আজ জেলার ওপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে যাওয়ায় দিনভর ঘন-কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশা ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ।

এই পরিস্থিতিতে গরম কাপড়ের স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছে জেলার নদ-নদীর অববাহিকার ১৬৫টি চরাঞ্চলে বসবাসকারী অতিদরিদ্র মানুষজন।

সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও অনেকের ভাগ্যে সেগুলো মিলছে না।

অপরদিকে কয়েকদিনের শীতের তীব্রতায় কোল্ড ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্থানীয় হাসপাতালগুলোতে।