তারেক সোলেমান সহ তিন গুণীর স্মরণে আইন কন্ঠের শোকসভা
কাজেমুল হাসান শাহেদ চট্টগ্রাম প্রতিনিধিঃ আলকরণ ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিম, সাবেক উপ পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ শাহেদ রেহান ইকবাল’র স্মরণে আইনকণ্ঠ পত্রিকার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডার দরবারের খলিফা ও আইন উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ ইকবাল।শোক সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, সুপ্রিম কোর্টের সাবেক এসিসটেন্ট এটর্নি জেনারেল এডভোকেট মাসুদ আলম চৌধুরী, মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ মোর্শেদ হোসেন, মা ও শিশু হাসপাতালের দাতা সদ্স্য ও সম্মুখ করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফরিদুল আলম, আইন কণ্ঠ এর সম্পাদক এডভোকেট মোঃ ফয়েজুর রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের এসিসটেন্ট এটর্নি জেনারেল এডভোকেট মফিজ উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট নুরুল আলম, সুপ্রিম কোর্টের এসিসটেন্ট এটর্নি জেনারেল মির্জা মুহিত, চট্টগ্রাম কোর্টের এ.জি.পি সাজেদা বেগম, সাংবাদিক আবু মনছুর প্রমুখ।