ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
মাহমুদুর রহমান (তুরান)ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।বুধবার সকালে কর্মসুচীর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, উপজেলা প্রশাসন, পুলিশ,আনসার-ভিডিপি, ফায়ার ব্রিগেড,ধান গবেষণা ইনষ্টিটিউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের স্মরনে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান , সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুতফর রহমান,জেলা পরিষদের প্যানেল মেয়র শেখ শাহিন, ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মশিউর রহমান পলাশ,সহ-সভাপতি শাজাহান হাওলাদার,যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব খোকন মিয়া,অর্থ সম্পাদক এস,এম আরেফীন মতিন প্রমুখ।