ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিজয়ের চেতনায় উজ্জীবিত  হতে হবে।। ফুলবাড়িয়ায় বীর মুক্তিযুদ্ধা বাবুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 10:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 145 বার

আরিফ রববানী, ( ময়মনসিংহ )ঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেছেন-১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে শত্রুদের ঘায়েল করে বিজয় অর্জন করেছি,এর জন্য আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা ঘাতকদের নির্মম হত্যার শিকার হয়েছেন। অনেক রক্ত ঝড়েছে। এই

মহান বিজয়কে আমরাই অক্ষত রাখবো, পরাজিত শক্তিরা এখনো আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি ১৬ই ডিসেম্বর বুধবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই পাঁচ কুশমাইল উত্তর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশবাশীর প্রতি এই আহ্বান জানান।

চকরাধাকানাইয়ে পাঁচ কুশমাইল উত্তর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের মাষ্টারের সভাপতিত্বে ও নাসরীদ ইসমাইল এর পরিচালনায় বিজয় দিবসের এই অনুষ্ঠানে ,প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আরো বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী সেনারা যখন আত্মসমর্পণ করেছিলো তখন থেকেই আমরা স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ পেয়েছি, তাই এই মহান বিজয়ের জন্য ৩০ লক্ষ শহিদদের আমরা কখনোই ভুলবো না । আমাদের এই মহান বিজয়কে আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ । অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন
ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার।

এসময় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বিজয়ের মর্যাদা রক্ষায় উক্ত অনুষ্ঠান আয়োজন করার জন্য ০৩ নং কুশমাইল ইউনিয়ন জাতীয় শ্রমিক পার্টিকে ধন্যবাদ জানিয়ে বিজয়ের চেতনা বুকে ধারণ করে আগামী দিনে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কে দ্বিধা-দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, জেলা ছাত্রসমাজের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ, ফুলবাড়ীয়া জাতীয় স্বেচ্ছায় সেবক পার্টির সভাপতি মো:তোফাজ্জল হোসেন তোতা, শ্রমিক নেতা সামছুল হক,ডা: লুৎফর রহমান সরকার,ডা: খলিলুর রহমান,ইন্জি: শফিকুল ইসলাম,শ্রমিক নেতা আমির হামজা,মো: গোলাম মোস্তফা সরকার, মো: কামাল হোসেন,মো:লাল মিয়া মেম্বার, মুক্তিযোদ্বা জামাল উদ্দীন, মোখলেছুর রহমান,ডা: দুলাল,শ্রমিক নেতা কবির হোসেন,মৌলানা সাইফুল ইসলাম বেলালী , শফিক, জাহাঙ্গীর,সুজন, পলক, পবন, মোস্তফা সহ ময়মনসিংহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের কর্মে ও মহানুভবতায় মুগ্ধ হয়ে শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। সভাশেষে পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনায়,মুক্তিযুদ্বে সকল শহীদ দের আত্মার শান্তি কামনায় ও প্রধান অতিথি,র সহধর্মিনী দেওখোলা মন্ডল বাড়ী হাই স্কুলের দীর্ঘদিনের সভাপতি মিসেস ফেরদৌসী রহমান কুসুম এর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম বেলালী।