সাপাহারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর ইউনিয়ন চত্বরে ২০২০-২১ অর্থ বছরে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে চারশত পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এসময় ইউপি সচিব মহিদুল হক, ইউপি সদস্য-সদস্যা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।