ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী পবা থানায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুূর্নামেন্ট অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 12:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ মহান বিজয় দিবস উপলক্ষে পবা থানায় ব্যাডমিন্টন টুূর্নামেন্টের অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পবা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলার ফাইনালে অফিসার ইনচার্জ শেখ মোঃ গোলাম মোস্তফার জুটি তদন্ত ওসি বানী ইসরাইল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ নূর-ই-আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহ মখদুম আরএমপি উপ পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় খেলার গুরুত্ব সম্পর্কে শাহ মখদুম আরএমপি উপ পুলিশ কমিশনার বক্তব্য রাখেন, মাদকাসক্তি ও উগ্রবাদ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। তাই নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিটি এসবি নগর বিশেষ শাখার ডিসি এ.এফ.এম আনজুমান কালাম, শাহ্ মখদুম সহকারী পুলিশ কমিশনার সোনিয়া পারভিন, শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম।