ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পীরগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 9:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 203 বার

মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ “যে তরুণ ডুবে আছে মাদকের পীড়ায়, সে তরুণ মুক্তি পাক ক্রীড়ায় ক্রীড়ায় “

বিজয়ের মাসে এই স্লোগান কে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বৃহষ্পতিবার বিকেল ৩ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পীরগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কে পীরগঞ্জ ফুটবল একাডেমির সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

বঙ্গবন্ধু আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যে দল দুটি একে অপরের সাথে মুখোমুখি হয়েছিলো একদিকে ৫ নং মদনখালী ইউনিয়ন পরিষদ অপরদিকে ১৩ নং রামনাথপুর ইউনিয়ন পরিষদ। খেলায় নির্ধারিত সময়ে দুদলের মধ্যে ১/১ গোলে ড্র হয়, পরে ট্রাইবিকারের মাধ্যমে ৫নং মদনখালী ইউনিয়ন পরিষদ কে ২-৪ গোলের ব্যবধানে ১৩ নং রামনাথপুর ইউনিয়ন পরিষদ জয়লাভ করে ।

আমন্ত্রিত অতিথিদের পীরগঞ্জ ফুটবল একাডেমির সৌজন্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় । বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা ও তরুণ উদ্যোক্তা শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা , উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী শরীফ নেওয়াজ, ঢাকা সিনিয়া টেক্স গার্মেন্টেসের পরিচালক রবিউল ইসলাম বেলাল, ১৩ নং রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি, পীরগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি সুধীর চন্দ্র, একাডেমির পরিচালক মাহমুদুল হাসান সোহেলসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন ।