ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 9:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

সভায় নওদাপাড়া কঁাচাবাজারে অবস্থিত অস্থায়ী দোকানভাড়া নির্ধারণ, রিভিউ বোর্ড সদস্যদের সম্মানী নির্ধারণ, করোনা পরিস্থিতির কারণে শহীদ জিয়া শিশু পার্কের খাস আদায়, নিউমার্কেট সংলগ্ন হকার্স মার্কেট, চলমান উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট নতুন রাস্তা ও পুরাতন রাস্তা প্রশস্তকরণে ভেঙে ফেলা ভবনের হোল্ডিং এর কর নির্ধারণ, নতুন হোল্ডিং এবং পুরাতন হোল্ডিং এর উর্ধ্বমূখি সম্প্রসারণ হওয়া হোল্ডিং এর কর নির্ধারণসহ রাসিকের আয়বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, উপ-সচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) ওয়ালিদ হাসান মাহমুদ, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মোঃ মতিউর রহমান, হিসাব রক্ষক রাশিদ খান, কর নির্ধারক এম মহীউদ্দিন উপস্থিত ছিলেন।