ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 24, 2023 - 11:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার কয়েকটি পরিবারের মধ্যে রামাদ্বান মাস উপলক্ষে ‘আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এলাকার গরীব-অসহায় পরিবারের মধ্যে ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার কয়েকটি পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আর -রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের উপদেষ্টা দারুল কিরাত এলাহাবাদ ইসলামিয়ার প্রধান সমন্নয়নকারী ও বিয়ানীবাজার লাইফ ইন্সুরেনসের পরিচালক আজমল হোসেন বুলবুল এর নিজ হাতে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নূরুর রহমান বলেন, ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই শ্লোগান নিয়ে দেশ হতে দেশান্তরে নিরলসভাবে গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।

তিনি আরও বলেন, আমি আল্লাহর রহমতে শুকরিয়া আদায় করছি। আর-রাহমান এডুকেশন ট্রাষটের কার্যক্রমকে যারা আমাদের উৎসাহ প্রদান করে যাচ্ছেন। আল্লাহ তাদের কে উত্তম প্রতিদান করুন। এবং আর ও পরিচিত অপরিচিত মুসলিম উম্মাহ । আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গরিব ও অসহায়দের মাঝে দান করার তাওফিক দান করুন আমিন।