ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রথমদিনই জমজমাট  বিরামপুরের ইফতার বাজার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 24, 2023 - 11:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 144 বার
নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও শুরু হয়েছে মাহে রমজান। তাই পাল্টে গেছে চিরচেনা এ দিনাজপুর বিরামপুর শহরের চিত্রও।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে প্রথম তারাবি ও সেহেরির পর শুক্রবার (২৪ মার্চ) বিকেলের মূল কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে ইফতার। আর দিনটি সাপ্তাহিক ছুটি হওয়ায় দুপুরে গড়িয়ে বিকেল হতেই কাঠফাটা রোদ উপেক্ষা করে মানুষ এখন ভিড় করছেন ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোতে।
রামজানের প্রথমদিনের এ অসহনীয় গরমের মধ্যে তাই ধুম পড়ে গেছে ইফতার কেনাকাটার। রমজানের প্রথমদিনই জমে উঠেছে বিরামপুর ইফতার বাজার।
বিরামপুর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার গলি পথেও ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী নিয়ে বসে গেছেন মৌসুমি দোকানিরা। বিরামপুর নতুন বাজার, ঢাকামোড়, রেলগেট, কুচামোড়,মুকুন্দপুর, বেপারীটোলা বাজার, কাটলা হাট  বিভিন্ন স্থানে পসরা সাজিয়ে বিক্রি করা হচ্ছে ইফতার। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই দোকানগুলোতে রকমারি ইফতার তৈরি হয়েছে।