আজ ২৬ মার্চমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ১০ টাই ময়মনসিংহ ব্রীজ মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে আবারও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও সহকারী পরিচালক (প্রশাসন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. জাকিউল ইসলাম, সহকারী পরিচালক, (অর্থ ও ভান্ডার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. শেখ আলী রেজা সিদ্দিকী,
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, আরম্বিয়া আক্তার, সিনিয়র স্টাফ নার্স, ময়মনসিংহ মেডিকেলফ কলেজ হাসপাতাল, জনাব রফিকুর রহমান সিদ্দিকী,
সিনিয়র স্টাফ নার্স ও সভাপতি, নার্স এসোসিয়েশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, জনাব লুতফুর রহমান, সেবা তত্ত্বাবধায়ক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, শ্রীমতী নীভা রানী চন্দ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত নার্স ও ডাক্তারগন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।