ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 26, 2023 - 10:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ, প্রয়োজনীয় আসবাবপত্র ও গবাদিপশু ভস্মীভূত হয়েছে।

রবিবার (২৬মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের শিববাড়ি সংলগ্ন কাসেম আালীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে কাসেম আালীর বাড়ির এজটি ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্বিস কে অবগত করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছার আগেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তিনটি ঘর। আগুনে গরু ছাগল রক্ষা পায়নি।এতে ঘরের আসবাব পত্র আরও গরু-ছাগল পুড়ে মারা যায়। বসত ঘরে জলন্ত মশার কয়েল থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।

ক্ষতিগ্রস্ত কাশেম আলী বলেন, তারা এখানে অল্প একটু জমিতে বাস করেন। আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছে।

এব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি জানান, দিনমজুর অসহায় পরিবারটি শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সরকারি অনুদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ও আমার নিজস্ব তহবিল থেকে সর্বাত্মক সহযোগীতা করবো। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী পবিত্র উমরাহ পালনে সৌদীতে অবস্থান করছেন। তবে উনাকেও অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের এই প্রবীণ রাজনীতিবিধ।