ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 27, 2023 - 2:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২০) নামের যুবক নিহত হয়েছে।

সোমবার (২৭ মার্চ উপজেলার নবীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার নবীপুর রেলক্রসিং থেকে প্রায় ৪০০ গজ সামনে রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে এ গান শুনছিল। নিহত রাশেদুল দিনাজপুর শিকদার এলাকায় অবস্থিত একটি বেকারিতে কর্মরত ছিল। সে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মুন্সিপাড়ার আবুল কালামের পুত্র।

পারিবারের লোকজন জানায়, রশিদুল ইসলাম (২০) গতকাল ছুটি নিয়ে বাড়ীতে আসে। সকালে বাসা থেকে বের হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে স্থানীয় বেলতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নবীপুর রেলক্রসিং এ পৌছোলে পার্বতীপুর হইতে পঞ্চগড় গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয় পরে দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ লাশ সুরাতাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়”।