ময়মনসিংহে অসহায়-দুস্থ পরিবারের মাঝে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ
ষ্টাফ রিপোর্টারঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর আয়োজনে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ময়মনসিংহে অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৯মার্চ) “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজানে দুস্থ-অসহায় পরিবারেরকে যেন খাদ্য সংকটে না থাকে সে লক্ষে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।
এ সময় এহতেশামুল আলম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ সহ প্রতিটি সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে অসহায়, দুস্থদের বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। রেশনিং পদ্ধতিতে প্রতিটি অসহায় পরিবারের মাঝে খাবার পৌঁছে দেব। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে বাংলার একটি মানুষও যেন ক্ষুধার্ত না থাকে।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী বলেছেন- আমরা কি পেলাম, কি পেলাম না সেটা বড় কথা নয়। আমরা মানুষকে কি দিলাম সেটাই বড় কথা। আমরা এসেছি শেখ হাসিনার নির্দেশে রেশনিং পদ্ধতিতে ত্রাণ সামগ্রী অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য।
এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন, আপনাদের বলতে চাই আমাদের আপনাদের প্রিয় মানুষটি বাবা-মা হারিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। বিএনপি-জামাত ২০০৪ সালে তাকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ তাকে জীবিত রেখেছে আপনাদের কল্যাণে কাজ করার জন্য। আপনারা সেই মানুষটির (শেখ হাসিনা) জন্য দোয়া করবেন। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরাও মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে খাদ্য সামগ্রী পৌছে দেবো।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা ও সদর যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।