কেরানীগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী উপহার বিতরণ
কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রমজান উপলক্ষে ১ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। ঢাকার কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক হাজার
অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হয়েছেন বিতরণ হয়েছে। আজ রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নে রাজাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় দুস্থ মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাস্তা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিলানী মিয়ার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়নে চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বাস্তা ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য
খাদ্য সামগ্রী পাঠিয়েছেন । আপনাদের সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনবেন। শেখ হাসিনা মানে উন্নয়ন,শেখ হাসিনা মানে দেশের অগ্রগতি।