ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অগ্রসার মহাকমপ্লেক্সে দেশ ও জাতির কল্যাণে পরিত্রাণ সূত্রপাঠ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 10, 2023 - 1:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার
চট্টগ্রাম: রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত সমাজ-সদ্ধর্মের কল্যাণকামী সংস্থা ঐতিহ্যবাহী অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র উদ্যোগে প্রতিষ্ঠান, গ্রাম তথা দেশ ও জাতির কল্যাণে বুদ্ধের মুখনিঃসৃত বাণী মঙ্গলদায়ক পরিত্রাণ সূত্রপাঠ, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান, একক সদ্ধর্মদেশনা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবতাবাদী বৌদ্ধ মনীষা, বুদ্ধের শাসন-সদ্ধর্মের ধ্বজাধারী পারমীবানসত্ত, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র উদ্দেশ্যে আচারীয় পূজা অনুষ্ঠান ০৫ এপ্রিল ২০২৩ খ্রি. মহাসংঘনায়ক ভন্তের সাধন পীঠ সুদর্শন মহাবিহার- অগ্রসার মহাকমপ্লেক্সের পবিত্র অঙ্গনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, একক সদ্ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথের, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের। এছাড়া সূত্রপাঠে আরো অংশগ্রহন করেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত করুনানন্দ ভিক্ষু, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত জ‍্যোতিবংশ ভিক্ষু, ভদন্ত সুদেবানন্দ ভিক্ষু, ভদন্ত সুপঞ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত সুদীপানন্দ ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠানে মহাসংঘনায়ক ভন্তের হাতেগড়া সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অগ্রসারের প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রী, বৃহত্তর হোয়ারাপাড়ার প্রমূখ গ্রামবাসী উপস্থিত ছিলেন।।