ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্পেনের মাদ্রিদে চট্টগ্রামবাসীর মিলন মেলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 3, 2023 - 5:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি:স্পেনের রাজধানী মাদ্রিদে নাড়ির টানে …. ঐতিহ্য বন্ধনে চট্টগ্রামবাসী ,মাদ্রিদ এর ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা সোমবার ( ০১ মে ২৩) পার্কে দে রিও মানসানারেস ( পিরামিড পার্ক) অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন , সিনিয়র ব্যাক্তিত্ব আবুল কালাম আজাদ বেঙ্গল ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি এনায়েতুল করিম তারেক, মোঃ রিপন, মো: দুলাল সাফা, আলাউদ্দিন বাবুল, সাইফুদ্দিন,রিপন মওলা, জয়নুল আবেদিন জয়নুল, কুতুব উদ্দিন কতুব, মিজান উদ্দিন (টুনু), রোকন উদ্দিন,সঞ্জীত বড়ুয়া, বাহার ।

চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি সাইয়েদুল আলম মামুন, লোকমান হাকিম লোকমান,মোরশেদুল আজম মোরশেদ, মিটু করিম মিটু,সারোয়ার হোসাইন সারোয়ার, সজল বড়ুয়া, ত্রিদেব বড়ুয়া, সজীব বড়ুয়া, লিমন বড়ুয়া,সুমন বড়ুয়া (সালু),হাছান আহমেদ,এস এম বদরুল হক মিল্লাত ছাড়াও চট্টগ্রামবাসীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।