মুক্ত বিহঙ্গ সমাজ কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন
রেজওয়ান অাহমদ সুজন:শিক্ষা মানুষের মৌলিক অধিকার, দারিদ্রতা শিক্ষা প্রসারের মূল্যায়ন ও শিক্ষার মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ শ্লোগান নিয়ে গঠিত হয়েছেন মুক্ত বিহঙ্গ সমাজ কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার,রাজনগর উপজেলার ২নং উত্তর ভাগ ইউনিয়ন অন্তর্গত নলুয়ার মুখ কালার বাজার আদর্শ শিশু শিক্ষা একাডেমি হলরুমে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আব্দুল কুদ্দুস।
মুক্ত বিহঙ্গ সমাজ কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে আব্দুল মুমিন সবুজকে সভাপতি, রেজওয়ান অাহমদ সুজনকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলাম রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ: সভাপতি মামুন অাহমদ তালুকদার শরীফ, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক রেজওয়ান অাহমদ সুজন,সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রুবেল প্রমুখ।
সংগঠনের সদ্যসদের অাইডি কার্ড বিতরণের মধ্যে দিয়ে সভাপতি আব্দুল মুমিন সবুজের সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।