ফুলবাড়ীতে কুকুরের সাথে ধাক্কা,পাগলু গাড়ী উল্টে আহত তিন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে কুকুরের সাথে একটি পাগলু গাড়ীর (টেম্পো) ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে তিন নারী যাত্রী আহত হয়েছেন,এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বুধবার (১০মে) রাত সাড়ে ১০টার সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় আহতরা হলেন ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর গ্রামের মোহাম্মদ শামসুদ্দিন স্ত্রী মোছাঃ নাজমুন নাহার,বারাই চোকার হাট এলাকার উজ্জ্বল এর স্ত্রী ফাইমা বেগম,একই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী রোখসানা বেগম।
স্থানীয়রা জানায়,একটি পাগলু গাড়ী দ্রুত গতিতে ফুলবাড়ী বাস্টান থেকে আমবাড়ীর দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্স সংলগ্ন স্থানে এলে, একটি কুকুর রাস্তা পার হচ্ছিল।
এসময় পাগলু গাড়ীটি আচমকা কুকুরের সাথে ধাক্কা লাগে,এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় ওই গাড়ীতে থাকা ৩ যাত্রী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। আহত যাত্রীদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে নাজমুন নাহার গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন,কুকুরের উৎপাতের বিষয়টি আমিও লক্ষ করেছি,এর আগে পৌর সভার পক্ষ থেকে কুকুর নিধন কার্যক্রম চালানো হয়েছে। কিন্তু এবিষয়ে মহামান্য হাইকোটের নিষেধজ্ঞা দিয়েছেন,সে কারনে এখন কিছু করা সম্ভব হচ্ছেনা। তবে সবাইকে সচেতন ভাবে চলা ফেরা করতে হবে।