চারঘাট – বাঘায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর চারঘাট- বাঘা উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ মে ) বিকালে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট -বাঘা আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।
সভায় উদ্বোধক হিসেবে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লায়েব উদ্দিন লাভলু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, চারঘাট- বাঘা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, উক্ত সম্মেলনে চারঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবির বাবু, সাধারণ সম্পাদক মনিমুল ইসলাম এবং বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব আগামী তিন বছরের জন্য নির্বাচিত হন।