ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জনতা ব্যাংক লিমিটেড আড়ানী শাখা নতুন ভবনে কার্যক্রম শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 28, 2023 - 6:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:জনতা ব্যাংক লিমিটেড রাজশাহীর আড়ানী শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার ( ২৮ মে) সকাল ১০ টায় আড়ানী বাজারের দক্ষিনে নাজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ২য় তলায় এই ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড, আড়ানী শাখা, রাজশাহীর ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবদুর রাজ্জাক, মহাব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, রাজশাহী।

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহাংগীর হোসেন জোয়াদ্দার, উপ-মহা ব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস, রাজশাহী, মোঃ মুক্তার আলী, মেয়র, আড়ানী পৌরসভা, বাঘা, রাজশাহী,সুবীর কুমার দত্ত, ডিজিএম, বাঘা জোনাল অফিস, নাটোর পবিস-২,আড়ানী বাজারের ব্যাবসায়ী আলহাজ্ব মোঃ আঃ আজিজ, আলহাজ্ব মোঃ শামিম আহমেদ, আলহাজ্ব সাজদার রহমান, শ্রী রামগোপাল সাহা।

কাছেমুল উলুম কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ কামরুজামান এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন।