অভিনেতা যুবরাজ বঙ্গবন্ধুর জন্য প্রায় পাঁচ শত দিন নফল রোজা রেখেছেন
স্টাফ রিপোর্টার:বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতা “লাইন নং তিন” নাটকের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন। এবং বাংলাদেশের সর্বপ্রথম মেগা সিরিয়াল “লাল,নীল,বেগুনী” নাটকে শক্তিমান অভিনয় শিল্পী রাইসুল ইসলাম আসাদ এবং তমালিকা কর্মকার এর কো-আর্টিস্ট হিসেবে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা নিতে থাকে যুবরাজ।
২০০৫ সাল থেকে আজ পর্যন্ত শতাধিক নাটক, ০৭ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ০৫ টি বিজ্ঞাপন ও ০১ টি ব্র্যাকের ডকুমেন্টারিতে অভিনয় করেছেন এই প্রতিভাবান অভিনেতা। তিনি অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং এফডিসির সদস্য হয়েছেন। এ গুনি শিল্পী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এ পর্যন্ত প্রায় পাঁচ শত দিন নফল রোজা রেখেছেন। এছাড়াও যুবরাজ তার পিতা মাতার প্রতি অগাধ ভালোবাসা হিসেবে ২০১০ ইং সাল থেকে নিয়মিত প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন। যুবরাজ সাংবাদিক দের সাথে আলাপ কালে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিনে বঙ্গবন্ধুর যততম জন্মদিন পালিত হবে ঠিক ততোগুলো রোজা রাখবেন। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যুবরাজ
পাবনা শহরের শালগাড়ীয়া গোডাউন পাড়া,০৭ নং ওয়ার্ডের মরহুম আবেদ আলী মন্ডল এবং মরহুমা ফরিদা বেগম শওকতারা হেনার মেজো ছেলে । যুবরাজ তার জীবনের ইচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি স্ব পরিবারে সাক্ষাৎ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি তার ভালো বাসার কথা বলবেন।
এ অভিনেতা যুবরাজের প্রতি শনিবার রাত ৭ টা ৫০ মিনিটে এটিএন বাংলায় আশরাফুল ইসলাম পিপিএম পরিচালিত ধারাবাহিক নাটক “ক্রাইম পেট্রোল”, রবি ও সোমবার রাত ১০ টায় আশরাফুল ইসলাম পিপিএম পরিচালিত একুশে টিভির ধারাবাহিক নাটক
“আদালত” এছাড়াও এটিএন বাংলায় কায়সার আহমেদ পরিচালিত রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে “স্বপ্নের রাণী” ধারাবাহিক নাটক অভিনয় সহ আরটিভিতে হিমু আকরাম পরিচালিত তারকাবহুল “শান্তি মলম ১০ টাকা”
ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত অভিনয় করে দর্শকদের হৃদয় স্থায়ীভাবে জায়গা করে নিতে চান। তার উল্লেখযোগ্য নাটক গুলো হল “পানি বাবা”, “ভিক্ষুক”,” প্রকোপ”, “২০০ টাকায় প্রেম”, ” নায়ক”। অভিনয় করে দেশের সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চান।