ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষিত ওই ৫টি ইউনিয়ন পরিষদ হচ্ছে- উপজেলার ‘অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস’ ইউনিয়ন পরিষদ।
নির্বাচনের দিন (১৭ জুলাই) স্ব-স্ব ইউনিয়ন পরিষদগুলোতে নতুন নেতৃত্বের জন্য ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন ভোটাররা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন।
বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।