ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ডিবি পুলিশ কতৃক একশত পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 31, 2023 - 8:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার
আবু সাঈদ পঞ্চগড় প্রতিনিধিঃডিবি পুলিশ, পঞ্চগড় কর্তৃক ১০০ (একশত) পিস মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
 পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের  তত্ত্বাবধানে ইং ৩০/০৫/২০২৩ তারিখে এসআই মোঃ মিজানুর রহমান  এর  নের্তৃত্বে এএসআই নয়ন দেবনাথ, এএসআই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ দেবীগঞ্জ  থানা এলাকায় মাদক বিরোধী  অভিযান পরিচালনা করিয়া দেবীগঞ্জ থানাধীন ০১ নং চিলাহাটি ইউনিয়নের তেলিপাড়া গ্রামস্থ ভাউলাগঞ্জ আশা অফিসের সামনে ভাউলাগঞ্জ তিন রাস্তার মোড় হইতে তেলিপাড়া গামী পাকা রাস্তার উপর আসামী
মোঃ সুলতান হোসেন (৪০),পিতা- মোঃ শাহাজল, সাং- পূর্ব ভাউলাগঞ্জ, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়কে  ১০০ (একশত) পিচ মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেটসহ ইং ৩০/০৫/২০২৩ তারিখ সময় ২২.৩০ ঘটিকার সময় গ্রেফতার  করা হয়। এ বিষয়ে এসআই  মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দেবীগঞ্জ  থানায় এজাহার দায়ের করিলে দেবীগঞ্জ  থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।