হাতীবান্ধায় হোটেল মালিককে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় হোটেলের খাদ্যে বিষাক্ত পয়জন মিশিয়ে মালিককে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন হোটেল মালিক আতিয়ার রহমান। বৃহস্পতিবার সকালে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন হোটেল মালিক আতিয়ার রহমান। ঘটনাটি ঘটেছে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারের রেদোওয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে।
হোটেল মালিক আতিয়ার রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ২৬ মে শুক্রবার সন্ধায় আমার ব্যবসা প্রতিষ্ঠান রেদোওয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে কয়েকজন নাস্তা করে বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়, জানা গেছে, ওই হোটেলে নাস্তা করে বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে ৪২ জন ব্যাক্তি । পরেরদিন ওই দোকানের সিসি ফুটেজ চেক করে দেখা যায় একই এলাকার মৃত্যু বিজেন্দ্র নাথ বর্মনের ছেলে বশন্ত কুমার বর্মন হোটেল মালিক আতিয়ার রহমান এর খুব কাছের বন্ধু হওয়ায় হোটেলের ভিতর প্রবেশ করে রান্না অবস্থায় চুলার উপর থাকা বুটের ডালে ও মিষ্টির পাতিলে বিষাক্ত পয়জন মিশিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এঘটনায় আতিয়ার রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এসময় হোটেল মালিক ঘটনার সাথে জড়িতদের তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
এবিষয়ে ওই অভিযুক্ত ব্যাক্তি বসন্ত কুমার এর সাথে যোগাযোগ করা হলে তার দেখা পাওয়া যায়নি, একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহআলম বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।