ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে শততম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 2, 2023 - 1:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মানবিক ডাক্তার হাবিবুর রহমান পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে মডেল থানার সিরাজনগর উচ্চবিদ্যালয়ে এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় এ ফ্রি ক্যাম্প শুর হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।৩২ জন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন বিভাগে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং তাদেরকে ঔষধপত্র প্রদান করেন। চিকিৎসা সেবায় মানবিক ডাক্তার হাবিবুর রহমানের নেতৃত্বে ২০১৯সালের ১১জানুয়ারি থেকে প্রতি শুক্রবার কেরানীগঞ্জের বিভিন্ন গ্রামে এই এই ফ্রী মেডিকেল পরিচালিত করে আসছে। এই ধারাবাহিকতায় আজকে শততম মেডিকেল ক্যাম্প পরিচালিত হল। এ পর্যন্ত তিনি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কেরানীগঞ্জের ১২ টি ইউনিয়নে আলাউদ্দিন পেইন সেন্টার এবং ডক্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রায় সাড়ে ১৬হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং তাদেরকে ওষুধপত্র প্রদান করা আসছে। শততম এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহিদুল হক সাহিদ,ডিউজের সাবেক মহাসচিব সাংবাদিক আব্দুল জলিল ভূইয়া, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বিপ্লব,কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক বেদৌরা শিমুল, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন প্রমূখ।