তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গ্রামীন নারীদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় তথ্য আপা কেন্দ্রের আয়োজনে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
চত্বরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাছিনা ভূইয়া,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,তথ্য আপা রোখসানা খাতুন নারগীছ প্রমুখ।