ধর্মপাশায় ১৬দিন ধরে মো. মাহমুদুল হাসান ইয়াসিন নামের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মো. মাহমুদুল হাসান ইয়াসিন (১২) নামে এক মাদ্রাসা পড়য়া শিক্ষার্থী ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩০ মে সকাল ৮টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারি ইউনিয়নের বরুংকা এলাকা থেকে সে নিখোঁজ হয়।
সে বরুংকা ইসলামীয়া হুসেনিয়া নুরীয়া মাদ্রাসার হেফজ বিভাগের একজন শিক্ষার্থী। ইয়াসিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মো. সুজন মিয়ার বড় ছেলে। তার গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। এ ব্যাপারে মোহনগঞ্জ থানায় গত ৬ জুন সাধারণ ডায়েরি করা হয়েছে। ইয়াসিনের সন্ধ্যান পেলে ০১৭০৬৪৩৫৭৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।