নড়াইলের কালিয়া সোনালী ব্যাংক থেকে পুর্বের কায়দায় চুরি
মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃসোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় আটক ২আটক রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা।
বাগেরহাটের মোল্লাহাটে সম্প্রতি সোনালী ব্যাংক শাখার কাউন্টার টেবিল থেকে শান্তি রঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৭ জুন) পত্রিকায় প্রকাশিত হয়। সেই ভিডিওটি পিবিআই বাগেরহাটকে ট্যাগ করা হয়। ফলে সংবাদটি পিবিআইর নজরে আসে এবং শুরু হয় তাদের কার্যক্রম।
গত মঙ্গলবার (১৩ জুন) ওই চক্রটি নড়াইলের কালিয়া সোনালী ব্যাংকে একই কায়দায় চুরি করতে গেলে পিবিআই তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন- রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা। তাদের দুজনের বাড়ি বাগেরহাটের মোংলায়।
বাগেরহাট পিবিআইর এসপি আব্দুর রহমান বলেন, সাংবাদিকরা পিবিআই বাগেরহাটকে খবরটি ট্যাগ করায় খবরটি দেখি এবং আসামিদের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করি। একপর্যায়ে নড়াইল কালিয়া থেকে তাদের মঙ্গলবার আটক করা হয়।
উল্লেখ্য, গত ৭ জুন দুপুর ১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার সোনালী ব্যাংক শাখার নগদ গ্রহণ (জমা) কাউন্টার থেকে ৫০ হাজার টাকা অভিনব কায়দায় চুরি হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল।