ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাঁচবিবি উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 20, 2023 - 9:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 218 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উপজেলা ভিত্তিক মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৯ জুন) সন্ধ্যায়, পাঁচবিবি উপজেলার ধরনজী ইউনিয়নের হাটখোলা বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঁচবিবি উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মনিরুজ্জামান বাবু সভাপতিত্বে,
প্রধান অতিথি ছিলেন, জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি হাসিবুল ইসলাম আসির, আক্কেলপুর উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের যুগ্ন সংগঠনিক সম্পাদক জুয়েল রানা ও আক্কেলপুর উপজেলা ছাত্র ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম আব্বাস।

সঞ্চালনায় ছিলেন জাকের পাটি ছাত্রফ্রন্টের পাঁচবিবি উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার সভাপতি খায়রুল ইসলাম খায়রুল সহ উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী।

এ সময় বক্তারা ঈদ উল আযহার মহিমান্বিত নবী ইব্রাহিম (আ:)ও হযরত ইসমাইল( আ:)আত্মত্যাগের বিষদ আলোচনা করেন।

এবং বর্তমান সমাজে নীতি-নৈতিকতার অবক্ষয় হয়েছে তা একমাত্র জাকের পার্টির মাধ্যমে ফিরে আনা সম্ভব জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল ক্ষমতাকেন্দ্রিক দল নয়,জাকের পার্টির সুশীতল ছায়াতলে সকলকে আসার জন্য ও সামনে দেশের বিপর্যয়কর পরিস্থিতিতে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য আহ্বান করেন তারা।