ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাইকগাছার গদাইপুর ইউপিতে সুষ্ঠুভাবে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 6, 2023 - 11:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : “খুলনার পাইকগাছায় পবিত্র ঈদ-উল -আযহা উপলক্ষে গত ২৬ জুন ট্যাগ অফিসার নূরে আলম সিদ্দিকীর উপস্থিতিতে সুষ্ঠুভাবে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ সচিব জানান, গত ২৬জুন সোমবার সকালে উপজেলা খাদ্য অফিস থেকে ১৮৩১টি কার্ডের চাল উত্তোলন করা হয় এবং ঐ দিন চাল বিতরণ করা হবে সেটা কয়েক দিন পূর্বে পরিষদ থেকে জনসাধরনকে জানানো হয়। সুষ্ঠভাবে চাল বিতরণের সময় পাইকগাছা থানার প্রশাসন সাহায্য করে। চাল বিতরণের পরের দিন সরকারি ছুটি থাকায় ও পরিষদের জানালার অবস্থা ভাল না থাকায় চাউলের নিরাপত্তার জন্য ঐ দিনই চাল বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আগত কার্ডধারীদের চাল বিতরণের পর সন্ধ্যার আগ পর্যন্ত অন্য কার্ডধারীদের জন্য অপেক্ষা করা হলেও অন্য কার্ডধারীদের না পেয়ে অবশিষ্ট চাউল উর্ধ্বতন কর্তৃপক্ষের মোখিক নির্দেশে উপস্থিত আশ্রয়ণ প্রকল্পের লোকসহ ৩০০-৪০০জন অসহায় দরিদ্র,ভিখারীদের মাঝে বাকি চাল বিতরণ করা হয়।

পরের দিন কিছু ব্যক্তি কয়েকটা কার্ড এনে চাউলের দাবি করেন কিন্তু ঐ কার্ডগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান এবং ইউপি সচিব মুহাঃ বেলাল হুসাইন অবশিষ্ট চাউল না থাকায় তাদের কাছে চউল বিতরণ করতে পারেননি।